শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
এ.এস আব্দুস সামাদ, শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া থেকে রামচন্দ্রপুর সড়কটি বর্তমানে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে। রাত নামলেই সড়কের ত্রিবেণী বিল এলাকায় ডাকাতদলের তৎপরতায় চরম ভীতির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ডাকাতরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। নিয়মিত পুলিশ টহল থাকার কথা থাকলেও বাস্তবে তা চোখে পড়ে না বলে দাবি করেছেন সড়ক ব্যবহারকারীরা।
এলাকাবাসীর ভাষ্যমতে, গত ছয় মাসে এই এলাকায় অন্তত চারটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া একাধিকবার ডাকাতির চেষ্টার ঘটনাও ঘটে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে আবারও ডাকাতির চেষ্টার ঘটনা ঘটলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
ভ্যানচালক সেলিম হোসেন বলেন, “রাতে এই সড়ক দিয়ে চলাচল করতে খুব ভয় লাগে। নিয়মিত মানুষ যাতায়াত করলেও ডাকাতির ঘটনা ঘটছে। আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি।”
চাকরিজীবী হামিদুর রহমান বলেন, “কাজের প্রয়োজনে আমাকে নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু কখনো পুলিশ টহল চোখে পড়ে না। একের পর এক ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত এই এলাকায় টহল জোরদার করা জরুরি।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ওই সড়কে পুলিশ টহল জোরদার করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং নাইট ভিশন ক্যামেরা বসানোর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা বলেন, “সর্বশেষ ডাকাতির চেষ্টার ঘটনার বিষয়ে আমার জানা নেই। টহল না থাকার অভিযোগ সঠিক নয়। ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহল দেওয়া হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩