শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের বসতঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাতনী গ্রামের জামাল মুরুব্বির বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। শুরুতে একটি ঘর থেকে আগুন লাগলেও দাহ্য বস্তু থাকার কারণে মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানবিক প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
একটি একটি করে সাতটি বসতঘরই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, পোশাক, রান্নার উপকরণসহ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জমির দলিল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও আগুনে ভস্মীভূত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
আশ্রয়হীন।
অগ্নিকাণ্ডে প্রাণহানি না ঘটলেও ক্ষতির পরিমাণ অত্যন্ত ব্যাপক। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতিবেশীদের সহায়তায় কোনোরকমে দিন পার করছেন। শীতের এই সময়ে খাদ্য, পোশাক, অস্থায়ী আশ্রয় এবং আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩