মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হলেন বানেশ্বর সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শওকত আলী বরগুনায় নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫ ‎চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংস জব্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পত্নীতলায় ১১ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার প্রবাসীর উদ্যোগে পুঠিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন শহীদ ওসমান হাদির স্মরণে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ : নিহত এক আহত অর্ধশতাধিক চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক ও স্কেভেটর জব্দ হরিরামপুরে ইছামতি নদীর বুকে নড়বড়ে বাঁশের সাঁকোয় জনজীবনে দুর্ভোগ চৌদ্দগ্রামে ১০১ কোমলমতি শিক্ষার্থী পেল এনাম ফাউন্ডেশনের মেধাবৃত্তি শিবচরে ফেনসিডিল ও মদসহ মাদক কারবারি আটক কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ চৌদ্দগ্রামে অসহায়ের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর

শহীদ ওসমান হাদির স্মরণে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এবং তাঁর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে একটি প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের মার্কেট চত্বরে ‘SALUTING OUR CULTURAL HERO’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করে ছাত্র-জনতা, চাঁপাইনবাবগঞ্জ।

এতে গান, কবিতা, নাট্য পরিবেশনা, আবৃত্তি, গ্রাফিতি ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে শহীদ হাদির জীবন, সংগ্রাম ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, এই আয়োজনের উদ্দেশ্য শুধু শহীদ শরিফ ওসমান হাদির স্মরণ নয়, বরং তাঁর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা। তারা আরও বলেন, এমন বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের হত্যাকাণ্ড বারবার ঘটতেই থাকবে। তাই ন্যায়বিচারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিভিন্ন পরিবেশনায় শহীদ শরিফ ওসমান হাদিকে একজন সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে উপস্থাপন করা হয়। একই সঙ্গে তাঁর আদর্শ ধারণ করে ন্যায়বিচারের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এ সময় ‘তুমি কে? আমি কে? হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’, ও ‘খুনিদের শাস্তি নিশ্চিত করো’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচিস্থল।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন জুলাই ছাত্রনেতা আল- বশরি সেহান, সাব্বির আহমেদ, মোত্তাসিন বিশ্বাস, রবিউল ইসলাম, মাহাদি রহমান, আব্দুর রাহিম, বায়েজিদ ইসলামসহ বিভিন্ন বয়সী শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩