মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাসলিম হক অনন্যা ‘অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া’ নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছেন। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক অসুস্থতায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।
নৃবিজ্ঞান বিভাগ ও তার পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে রেফার করেছেন। ইতিমধ্যে তার চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনন্যার চিকিৎসা চালিয়ে যেতে প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। যা তাঁর এবং তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় তার চিকিৎসা চালিয়ে যাওয়া জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছে।
এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব শামীমা নাসরিন বলেন, ‘তাসলিম হক অনন্যা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের তাঁর পাশে দাড়ানো সকলের দায়িত্ব। অনন্যার উন্নত চিকিৎসার জন্য ৫০ লক্ষ্য টাকা দরকার যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। আমাদের সকলের সহযোগিতায় বাঁচতে পারে অনন্যার জীবন।’
সহযোগিতার মাধ্যম – বিকাশ – 01610729327 (পার্সোনাল), ব্যাংক একাউন্ট – Thaslim Haque Anonna, Account No – 0604140000196, NANDIPARA BRANCH, AL-Arafah Islamic Bank PLC
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩