মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুয়াকাটা পশ্চিম বেরিবাঁধ: জনগণের টাকায় দুর্নীতির কার্পেট দোয়ারার গ্রামাঞ্চলে থামছে না মাদকের আড্ডা জয়পুরহাটে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদারের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার নলছিটির সুগন্ধা নদীর তীরে এশিয়ার বৃহত্তম মোহাম্মদীয়া অয়েল এ্যান্ড রাইচ মিল বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ ঝালকাঠিতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের গনসংযোগ অনুষ্ঠিত কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশেষ উদ্যোক্তা মেলা টানা ষষ্ঠবার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা শ্রীবরদীতে মা ও শিশু সহায়তা কর্মসুচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার দুমকী পুলিশের অভিযানে সোয়া ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ বাউফলে এনসিপির প্রার্থী শাহিনের তোরণে আগুন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বম জনগোষ্ঠীর ইভানজেলিক্যাল খ্রিষ্টান ইসিসি চার্চে বিভিন্ন সামগ্রী বিতরণ এক পদে বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক উপজেলা পরিষদ মাঠ রক্ষার দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন বর্তমান প্রশাসন ফারজানা-নুরুলেরই কার্বন কপি মাত্র

জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫৪ ব্যাচের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব, বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, জাকসুর নেতৃবৃন্দসহ নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ তাঁদের স্ব স্ব অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেন এবং উপাচার্য শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “তোমরা একটি বড়ো স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছ, আমরা তোমাদের স্বাগত জানাই। তোমাদের মা-বাবা, পরিবার-পরিজন ও শিক্ষকগণ তোমাদেরকে নিয়ে একটি সুন্দর স্বপ্ন দেখছেন। আশা করি, তোমরা আগামী ৫টি বছরে তোমাদের প্রত্যাশিত সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতে চেষ্টা করে যাবে। এছাড়া পড়াশোনার পাশাপাশি তোমাদের মধ্য থেকে জাতীয় ও আন্তর্জাতিক নেতৃত্ব গড়ার লক্ষ্যে বর্তমান প্রশাসন নিয়মিত জাকসু নির্বাচন আয়োজন করবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “কঠিন ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছ। তোমাদের কঠোর অধ্যবসায় ও অনুশীলনের ফলকে স্বাগত জানাই। ইতোমধ্যে আমরা দেখেছি শুধু মেধাবী দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না, এগিয়ে নিতে প্রয়োজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। আশা করি, ৫৪ ব্যাচের নবীন শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে আগামীতে দেশকে নেতৃত্ব দিবে এবং আমাদেরকে গর্বিত করবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩