বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎মাভাবিপ্রবিতে তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎​ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি রূপক আহমেদ নেতৃত্বে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। জন্মদিন পালনের অংশ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলমান ভাসানী মেলা প্রাঙ্গণের ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছেন।

‎​২০ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১ টায় ৩০ মিনিটে তার নেতৃত্বে ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ আদনান, যোগাযোগ সম্পাদক আব্দুল করিম এবং সরকারি মোহাম্মদ আলি কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা সহযোগিতায় হাতেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

মাভাবিপ্রবিতে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী এই মেলা বসে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্ছ ও কেন্দ্রীয় মসজিদের পাশে ভাসানী মেলা মাঠ হিসেবে পরিচিত এলাকাটিতে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল। মেলায় নানা পণ্যের দোকান এবং লোকসমাগম হওয়ায় প্রচুর ময়লা-আবর্জনার সৃষ্টি হয়েছে।
‎​ছাত্রদল নেতা রূপক আহমেদ জানান, তারেক রহমানের জন্মদিনটিকে তিনি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি, বরং দেশপ্রেম ও সমাজের প্রতি দায়িত্ববোধের অংশ হিসেবে এই জনকল্যাণমূলক কাজটি বেছে নিয়েছেন।
‎​

আজ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ৬১ তম জন্মদিন। এই দিনে আমরা সাধারণত কেক কাটা, দোয়া মাহফিলের আয়োজন করা হয় কিন্তু এই বছর এই ধরনের কোন কাজ করা হবে না সারাদেশে । কিন্তু আমি চেয়েছি এমন কিছু করতে যাতে সাধারণ মানুষ এবং পরিবেশ উপকৃত হয়। মেলা মাঠে অনেক আবর্জনা জমেছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই এই পরিচ্ছন্নতা অভিযান আমার পক্ষ থেকে তারেক রহমানের প্রতি জন্মদিনের একটি উপহার,” তিনি বলেন।

‎​মাভাবিপ্রবি ছাত্রদলের এই সহ-সভাপতির পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

‎​এই পরিচ্ছন্নতা অভিযানে রূপক আহমেদ পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে অন্যান্য ছাত্র সংগঠনের সদস্যদেরও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩