মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি রূপক আহমেদ নেতৃত্বে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। জন্মদিন পালনের অংশ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলমান ভাসানী মেলা প্রাঙ্গণের ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছেন।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১ টায় ৩০ মিনিটে তার নেতৃত্বে ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ আদনান, যোগাযোগ সম্পাদক আব্দুল করিম এবং সরকারি মোহাম্মদ আলি কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা সহযোগিতায় হাতেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
মাভাবিপ্রবিতে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী এই মেলা বসে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্ছ ও কেন্দ্রীয় মসজিদের পাশে ভাসানী মেলা মাঠ হিসেবে পরিচিত এলাকাটিতে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল। মেলায় নানা পণ্যের দোকান এবং লোকসমাগম হওয়ায় প্রচুর ময়লা-আবর্জনার সৃষ্টি হয়েছে।
ছাত্রদল নেতা রূপক আহমেদ জানান, তারেক রহমানের জন্মদিনটিকে তিনি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি, বরং দেশপ্রেম ও সমাজের প্রতি দায়িত্ববোধের অংশ হিসেবে এই জনকল্যাণমূলক কাজটি বেছে নিয়েছেন।
আজ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ৬১ তম জন্মদিন। এই দিনে আমরা সাধারণত কেক কাটা, দোয়া মাহফিলের আয়োজন করা হয় কিন্তু এই বছর এই ধরনের কোন কাজ করা হবে না সারাদেশে । কিন্তু আমি চেয়েছি এমন কিছু করতে যাতে সাধারণ মানুষ এবং পরিবেশ উপকৃত হয়। মেলা মাঠে অনেক আবর্জনা জমেছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই এই পরিচ্ছন্নতা অভিযান আমার পক্ষ থেকে তারেক রহমানের প্রতি জন্মদিনের একটি উপহার," তিনি বলেন।
মাভাবিপ্রবি ছাত্রদলের এই সহ-সভাপতির পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এই পরিচ্ছন্নতা অভিযানে রূপক আহমেদ পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে অন্যান্য ছাত্র সংগঠনের সদস্যদেরও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।