মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের নবাগত ৫৪ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) রাত ৮টায় হলটির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৫৪তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
নবীন শিক্ষার্থী ইশরাক বলেন,”এমন আয়োজনের জন্য হল সংসদকে ধন্যবাদ জানাই। হলের বন্ধু ও সিনিয়রদের সহায়তায় সুন্দরভাবে কাটছে আমাদের সময়।এত সুন্দর ও জাকজমকপুর্ন নবীন বরন পেয়ে আমরা আপ্লুত।ভাসানী হল সবসময় তাদের বিশেষত্ব ধরে রাখবে এই আশা করছি”
ভাসানী হল ছাত্রসংসদের সাধারণ সম্পাদক রিদয় পোদ্দার বলেন, “নবীনদের আগমনেই হলে প্রাণ ফিরে এসেছে। আমরা চাই তারা যেনো এখানে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আর পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে। ভাসানী হল সবসময় ঐক্য, শৃঙ্খলা ও ইতিবাচক উদ্যোগের প্রতীক হয়ে থাকবে— এই অঙ্গীকার নিয়েই আমরা নবীনদের বরণ করছি।”
হল সংসদের ভিপি আব্দুল হাই স্বপন বলেন, “আমরা নবীন শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তা করতে চাই। বিশ্ববিদ্যালয় জীবন তাদের জীবনের নতুন অধ্যায়, এখানে তারা শুধু পাঠ্যজ্ঞানই নয়— নেতৃত্ব, দায়িত্ববোধ, বন্ধুত্ব ও মানবিকতার শিক্ষা লাভ করবে। এই হল সংসদ সবসময় শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে। আমাদের লক্ষ্য হলো একটি সুষ্ঠু, সুন্দর ও নির্ভয় আবাসিক পরিবেশ তৈরি করা, যেখানে কোনো ধরনের ভয়ভীতি বা জবরদস্তির জায়গা থাকবে না”
জাকসু সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “নতুন এক পরিবেশ পেয়েছে নবীন ব্যাচ। বিগত সময়ে এই হলে গণরুম, গেস্টরুমসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা বর্তমানের সুন্দর পরিবেশ কাজে লাগিয়ে সৎ, যোগ্য হিসেবে গড়ে উঠব। আগামীর দিন শুধু সম্ভাবনার।”
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “বিগত সময়ে হলগুলোতে আইয়ামে জাহেলিয়াত ছিল। রাত-বিরেতে গেস্টরুম, গণরুম কালচারের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন বিঘ্ন হয়েছে। আমরা এখন একটি পরিবর্তন পেয়েছি। ছাত্রসংসদ হয়েছে। আমরা এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই।”
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, হল প্রাধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম এবং জাকসু ও অন্যান্য হল সংসদের নেতৃবৃন্দ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩