বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনে দলীয় রাজনীতির প্যানেল গঠন নিষিদ্ধ করা হয়েছে। প্রণীত গঠনতন্ত্রের খসড়ায় বলা হয়েছে, কোনো প্রার্থী রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে শিক্ষার্থীরা চাইলে স্বাধীন ও অরাজনৈতিক ভিত্তিতে গ্রুপ বা প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নিতে পারবেন। এসব প্যানেল শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্ব বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক ভাবনা উপস্থাপন করবে।
খসড়া গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদে ১৯ টি এবং প্রতিটি হল সংসদে ১৩ টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের ১৭ টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করবেন। সভাপতি ও কোষাধ্যক্ষ পদাধিকার সূত্রে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একজন শিক্ষক প্রতিনিধি পালন করবেন। হল সংসদের ক্ষেত্রেও একইভাবে ১১ টি পদে সরাসরি ভোটে সদস্য নির্বাচিত হবেন। সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ এবং কোষাধ্যক্ষ হবেন একজন আবাসিক শিক্ষক বা হাউজ টিউটর।
গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিবছর উপাচার্যের নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈধ শিক্ষার্থী অবস্থাসম্পন্ন সকল পূর্ণকালীন শিক্ষার্থী ভোটার ও প্রার্থী হতে পারবেন। একইসঙ্গে একাধিক পদে প্রার্থী হওয়া যাবে না। নির্বাচিতদের মেয়াদ এক বছর (৩৬৫ দিন), প্রয়োজনে ৯০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। সকল প্রার্থীর জন্য মাদক পরীক্ষা (ডোপ টেস্ট) বাধ্যতামূলক করা হয়েছে; পরীক্ষার প্রতিবেদন জমা না দিলে মনোনয়ন বাতিল হবে। এছাড়া, দণ্ডিত বা বিশ্ববিদ্যালয় কর্তৃক শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রার্থী হতে পারবেন না।
মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্রসংসদ (মাকসু) গঠন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন,‘শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড কর্তৃক ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। এই কারণে মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্রসংসদ (মাকসু)-এর খসড়া গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে কোনো প্রার্থী রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে অংশ নিতে পারবেন না এবং দলীয় রাজনীতিনির্ভর কোনো প্যানেলও গঠন করতে পারবেন না। তবে শিক্ষার্থীরা চাইলে এককভাবে বা নিজেদের মধ্যে জোট গঠন করে নির্বাচনে অংশ নিতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়া ৪ নভেম্বর ২০২৫ তারিখে উন্মুক্ত করা হয়েছে। সকল শিক্ষার্থী তা পর্যালোচনা করে পুনরায় মতামত প্রদান করতে পারবেন। আগামী ৮ নভেম্বর শিক্ষার্থীদের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে ১১ নভেম্বর ২০২৫ তারিখে গঠনতন্ত্রের চূড়ান্ত সংস্করণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, ১২ আগস্ট ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতভাবে মাভাবিপ্রবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩