বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ইট বিছানো রাস্তা, গর্ত আর জলাবদ্ধতা-এমনই ববির প্রধান প্রবেশপথ, সংস্কারের অবহেলা ববি প্রশাসনের বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ট্রাক চাপায় ৩ কর্মী নিহত বিলাইছড়ির একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মুহাম্মদ মামুনুল হক: শিক্ষার মান যাচাই ও শিক্ষকদের সাথে মতবিনিময় ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাম অন্তর্ভুক্ত না থাকার কারন ব্যাখ্যা রোয়াংছড়ি জেতবন বিহারে ৫৬ তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত মুরাদনগরে চাচাতো ভাইয়ের হাতে ৬ বছরের আদিবার নৃশংস হত্যা ব্যারিস্টার জমির উদ্দিনের আসন পুনরুদ্ধারে ছেলে নওশাদ জমির দোয়ারাবাজারে জমিয়ত প্রার্থী মোহাম্মদ নূরুল হকের সমর্থনে শোডাউন ও পথসভা কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে নীলফামারীতে বিএনপির দুই প্রার্থীর নাম ঘোষণা বাউফলে ইঞ্জিনিয়ার ফারুখ আহমেদের পক্ষে লিফলেট বিতরণ জবিতে শুরু হলো শহীদ সাজিদ স্পোর্টস কার্নিভাল কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা মাদারীপুর-১ আসনের মনোনয়ন ঘোষণা স্থগিত করল বিএনপি সকল তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যাপক হাবিব-উল-মাওলা সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষনা পূবাইলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা নাসির নগরে ঝুঁকিপূর্ণ সেতুতে যানবাহন চলাচল, চরম আতংকে যাত্রী ও চালকরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দীপেন দেওয়ানের পক্ষে বিএনপির প্রচারণা জোরদার

জবিতে শুরু হলো শহীদ সাজিদ স্পোর্টস কার্নিভাল

মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে “শহীদ সাজিদ স্মৃতি স্পোর্টস কার্নিভাল ২০২৫”। জাতীয় ছাত্রশক্তি ও ঐক্যবদ্ধ জবিয়ান আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধন করেন শহীদ সাজিদের বোন ফারজানা হক। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক রিফাত হাসানসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথম দিনে জনপ্রিয় ইনডোর ইভেন্ট সাপ-লুডো প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ২৪০ জন নারী শিক্ষার্থী। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় প্রথম হন সামিরা আক্তার, দ্বিতীয় মুনা এবং তৃতীয় মুনিরা।

দিনের অন্যান্য ইভেন্টের মধ্যে আর্ম রেসলিংয়ে ইমতিয়াজ প্রথম, আবির দ্বিতীয় এবং আফতাব তৃতীয় হন। আর ট্রেজার হান্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আইন ও ভূমি প্রশাসন বিভাগ, রানার্স আপ দল Pavlov’s Pirates। বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্নিভাল আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে। এতে ক্রিকেটসহ একাধিক আউটডোর ও ইনডোর ইভেন্ট অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ জবিয়ান মনোনীত ভিপি পদপ্রার্থী এ.কে.এম. রাকিব, জিএস পদপ্রার্থী ও জাতীয় ছাত্রশক্তি জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, এজিএস পদপ্রার্থী ও জাতীয় ছাত্রশক্তি জবি শাখার সদস্য সচিব মো. শাহিন মিয়া, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস শেখ, এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ও কার্নিভালের সমন্বয়ক ফেরদৌস হোসেন সোহান।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও কার্নিভালের সমন্বয়ক ফেরদৌস হোসেন সোহান বলেন, “প্রথমেই শ্রদ্ধা জানাই শহীদ সাজিদ ভাইকে, যার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। আজ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হলো এই স্পোর্টস কার্নিভাল। নারী ও ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আয়োজনটি কঠিন ছিল, তবে দুই মাসের প্রচেষ্টার পর ক্লেমন আমাদের পাশে দাঁড়িয়েছে—তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই জাতীয় ছাত্রশক্তি জবির আহ্বায়ক ফয়সাল মুরাদ ভাইকেও। ”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩