সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
জাবি প্রতিনিধি:
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে নাট্যম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ঢাকার গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই দুই দিনব্যাপী প্রতিযোগিতা
প্রতিযোগিতার সিলেকশন রাউন্ডে অংশ নেয় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়। সেখান থেকে ১৫টি বিশ্ববিদ্যালয় পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। পরবর্তীতে সেখান থেকে ৮টি বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয় গালা পারফরম্যান্সের জন্য, যেখানে নাট্যম, জাবি দ্বিতীয় স্থান (রানার্স আপ) অর্জন করে। পুরস্কার হিসেবে তারা পেয়েছে ৩০,০০০ টাকা, পাশাপাশি নাটক বিভাগের বিচারকের সঙ্গে একটি নতুন প্রজেক্টে অংশগ্রহণের চুক্তিও সম্পন্ন হয়েছে।
নৃত্য, পুতুলনাট্য, গান ও পেইন্টিং—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাট্যম, জাবি সকল বিভাগেই অংশ নেয় ২৭ সদস্যের একটি দল নিয়ে। তাদের ১৫ মিনিটের প্রযোজনার ভাবনা, পরিকল্পনা ও কোরিওগ্রাফি করেন ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও কিং পদপ্রার্থী আকাশ সরকার।
সহকারী নির্দেশনায় ছিলেন মোহনা হাসান, যিনি নাট্যমের বর্তমান সভাপতি। নাট্যমের প্রতিষ্ঠাতা ও বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রযোজনাটির সার্বিক পরামর্শ দেন।
প্রসঙ্গত নাট্যমের পরিবেশনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও নাট্যমের সদস্যরা। তাদের উপস্থাপনার মূল বিষয়বস্তু ছিল বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শক ও বিচারকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩