রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম ও মোবাইল জার্নালিজম’ বিষয়ক এক অর্ধদিবসব্যাপী সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১লা নভেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন দেশের গণমাধ্যমে কর্মরত অভিজ্ঞ সাংবাদিক ও প্রশিক্ষকরা।
প্রশিক্ষক হিসেবে অংশ নেন এসএটিভির উপস্থাপক জনাব আব্দুর রউফ এবং স্টার নিউজ পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব আরেফিন ইমন। তাঁরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ‘সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ লেখনশৈলী, এবং মোবাইল সাংবাদিকতার আধুনিক কৌশল’ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।
কর্মশালায় সাংবাদিকতার নীতি, তথ্য যাচাই, শিরোনাম তৈরির কৌশল, মোবাইল ভিডিও রিপোর্টিং ও ডিজিটাল মিডিয়ার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা হয়।
শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রশিক্ষকদের কাছে প্রশ্ন তুলে ধরে অভিজ্ঞতা বিনিময় করেন।
কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন। আয়োজক কুয়েট সাংবাদিক সমিতি জানিয়েছে, শিক্ষার্থীদের সাংবাদিকতা দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা বাড়াতে ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩