বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএসএফের হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন ঠাকুরগাঁওয়ে ৩৫ বছর কর্মজীবন শেষে শিক্ষকের সম্মানজনক বিদায় পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫” বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিক্ষার্থীদের নিজস্ব কন্ট্রোল সিস্টেমে কুয়েটে চালু হলো অটোমেটিক ওয়াশিং মেশিন বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ অষ্টম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন লাল পরীর ঘরে ফেরা কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ নজরুল বিশ্ববিদ্যালয়ে কূটনৈতিক বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত গাজীপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে দুদকের অভিযান গহিন পাহাড়ি ঘাঁটিতে জিম্মি থাকা ২৪ রোহিঙ্গাকে উদ্ধার জাতিসংঘের আলোকচিত্র প্রদর্শনীতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ছবি

জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫”

মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের ক্রীড়া উৎসব “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫ (সিজন: ১)”।

আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নেবে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা।

কার্নিভালে মোট ছয়টি ইভেন্ট থাকছে; কম্বাইন্ড ক্রিকেট, আর্ম রেসলিং (বালক), ট্রেজার হান্ট, করপোরেট কুইজ, সাপলুডো (বালিকা) এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ইভেন্ট। আয়োজনটির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, দলগত চেতনা বিকাশ এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলা। আয়োজকরা জানিয়েছেন, এই কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতার মধ্য দিয়ে নয়, পারস্পরিক বন্ধন ও সহযোগিতার ক্ষেত্রেও নতুন অভিজ্ঞতা অর্জন করবে।

সমাপনী দিনে উপস্থিত থাকবেন দেশের বিখ্যাত ক্রীড়াবিদরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক খালেদ মাসুদ পাইলট, এবং জাতীয় দলের তারকা খেলোয়াড় সৌম্য সরকার। তাঁদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মোঃ ফেরদৌস হোসেন সোহান এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ সংগঠন।

নিজের অনুভূতি প্রকাশ করে আয়োজক মোঃ ফেরদৌস হোসেন সোহান বলেন, “আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষায় নয়, খেলাধুলাতেও স্বতন্ত্র অবস্থান তৈরি করুক।

শিক্ষার্থীরা যখন খেলাধুলায় যুক্ত থাকে, তখন তারা নেতিবাচক অভ্যাস থেকে দূরে থেকে ইতিবাচক জীবনে মনোযোগী হয়। এবার আমরা ক্রিকেট ও ইনডোর গেমস দিয়ে শুরু করছি, ভবিষ্যতে ফুটবল, আউটডোর গেমস এবং ই-স্পোর্টস নিয়েও আয়োজন করার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩