বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের ক্রীড়া উৎসব “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫ (সিজন: ১)”।
আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নেবে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা।
কার্নিভালে মোট ছয়টি ইভেন্ট থাকছে; কম্বাইন্ড ক্রিকেট, আর্ম রেসলিং (বালক), ট্রেজার হান্ট, করপোরেট কুইজ, সাপলুডো (বালিকা) এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ইভেন্ট। আয়োজনটির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, দলগত চেতনা বিকাশ এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলা। আয়োজকরা জানিয়েছেন, এই কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতার মধ্য দিয়ে নয়, পারস্পরিক বন্ধন ও সহযোগিতার ক্ষেত্রেও নতুন অভিজ্ঞতা অর্জন করবে।
সমাপনী দিনে উপস্থিত থাকবেন দেশের বিখ্যাত ক্রীড়াবিদরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক খালেদ মাসুদ পাইলট, এবং জাতীয় দলের তারকা খেলোয়াড় সৌম্য সরকার। তাঁদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
পুরো টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মোঃ ফেরদৌস হোসেন সোহান এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ সংগঠন।
নিজের অনুভূতি প্রকাশ করে আয়োজক মোঃ ফেরদৌস হোসেন সোহান বলেন, “আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষায় নয়, খেলাধুলাতেও স্বতন্ত্র অবস্থান তৈরি করুক।
শিক্ষার্থীরা যখন খেলাধুলায় যুক্ত থাকে, তখন তারা নেতিবাচক অভ্যাস থেকে দূরে থেকে ইতিবাচক জীবনে মনোযোগী হয়। এবার আমরা ক্রিকেট ও ইনডোর গেমস দিয়ে শুরু করছি, ভবিষ্যতে ফুটবল, আউটডোর গেমস এবং ই-স্পোর্টস নিয়েও আয়োজন করার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩