বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা নিজস্ব কন্ট্রোল সিস্টেমে পরিচালিত একটি অটোমেটিক ওয়াশিং মেশিন সফলভাবে তৈরি ও চালু করেছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবনে স্লট বুকিং, পেমেন্ট ও ব্যবহারের সম্পূর্ণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়, যা বিশ্ববিদ্যালয় আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সময় ও শ্রম সাশ্রয়ী সমাধান হিসেবে দেখা দিচ্ছে।
প্রকল্পটির নেতৃত্ব দেন মো. রাব্বি মোল্লা (MTE’20) ও রাকিবুজ্জামান রবিন (ECE’20)। টিমের অন্যান্য সদস্যরা হলেন তাহসিন ত্বহা আরহান (ECE’23) এবং কাউসার আহমেদ (BME’23)। তাঁরা নিজেদের ডিজাইন ও সফটওয়্যার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে ওয়াশিং মেশিনটি তৈরি করেছেন।
এই উদ্ভাবনটি এসেছে ‘ফায়ারফ্লাই হাইটেক’ নামের একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের উদ্যোগে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ”অটোমেশন ও কন্ট্রোল সিস্টেম উন্নয়নে” কাজ করছে। বর্তমানে তারা কুয়েট আইটি পার্কে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি “হ্যামকো ব্যাটারি, মিথেন প্লাস্টিক ইন্ডাস্ট্রিসহ” বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অটোমেশন সেবা প্রদান করছে।
বিশ্ববিদ্যালয়ের “শহীদ স্মৃতি হলে” প্রভোস্টের অনুমতিতে মেশিনটি পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়। গত ‘৯ দিনের পরীক্ষামূলক ব্যবহারে’ প্রকল্পটি শতভাগ সফলতা অর্জন করেছে, এবং ইতোমধ্যে ‘৯০ জনেরও বেশি শিক্ষার্থী’ এটি ব্যবহার করেছেন।
ব্যবহারকারীরা জানিয়েছেন, “নতুন এই অটোমেটিক ওয়াশিং মেশিন তাঁদের সময় ও পরিশ্রম উভয়ই বাঁচাচ্ছে। পাশাপাশি কম খরচে কাপড় ধোয়ার আধুনিক ও পরিচ্ছন্ন সমাধান হিসেবে এটি প্রশংসা কুড়িয়েছে।”
উদ্যোক্তা দলের সদস্যরা জানান, কুয়েট প্রশাসনের অনুমতি পেলে তাঁরা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও একই ধরনের অটোমেটিক ওয়াশিং মেশিন স্থাপনের পরিকল্পনা নিয়েছেন। তাঁদের লক্ষ্য, “শিক্ষার্থীদের জন্য অল্প খরচে স্মার্ট ও সুবিধাজনক লন্ড্রি সিস্টেম গড়ে তোলা।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩