বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
 
 জাবি প্রতনিধি:
আওয়ামিলীগের লগি বৈঠা তান্ডবে স্মরণীয় ‘ইতিহাসের কালো অধ্যায় ২৮ অক্টোবর’ উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করছে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
মোঙ্গলবার(২৮ অক্টোবর) রাত সাড়ে আটটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বটতলায় বড় পর্দায় ২৮ অক্টোবরের ইতিহাস নিয়ে নির্মিত শর্ট ডকুমেন্টারি এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রামাণ্যচিত্র “Unfolding the Truth” প্রদর্শন করা হয়।
জাকসুর এজিএস ও শিবিরের সদস্য ফেরদৌস আল হাসান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ১৪ দলীয় আওয়ামী-বাম জোটের সন্ত্রাসী আক্রমনে শহীদ হওয়া ভাইয়েদের রক্তের ওপরই জুলাই মুক্তির ভীত গড়ে উঠেছিল। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের সেই ঘৃণ্য ইতিহাসকে এত বছর লোকচক্ষুর অন্তরালে রাখা হয়েছিল। আমরা চাই নতুন প্রজন্ম আওয়ামিলীগের ঘৃণ্য সন্ত্রাসী কার্যক্রমগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাক। সেই উদ্দেশ্যেই আমাদের আজকের এই আয়োজন। আমরা বিশ্বাস করি আমাদের নতুন প্রজন্মকে সত্য ইতিহাসে সমৃদ্ধ করতে পারলে তারা প্রজন্ম থেকে প্রজন্মন্তরে যেকোনো ফ্যাসীবাদকেই সমূলে উপড়ে ফেলতে সক্ষম হবে।
জাবি শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরে আওয়ামিলীগ পরিকল্পিত লগি বৈঠার তান্ডবের মাধ্যমেই দীর্ঘ ১৭ বছরের ফ্যাসীবাদি রেজিমের সূচনা করেছিল। আমাদের ভাইয়েরা সেদিন জীবন দিয়ে এই মবিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রথম রেসিস্ট্যান্স গড়ে তুলেছিলেন। ১৪ দলীয় জোট বাম-লীগের অতর্কিত সন্ত্রাসী হামলায় শহীদ আমাদের ভাইয়েদের রক্তের ওপরই চব্বিশের গণঅভ্যুত্থানের বীজ রোপিত হয়েছিলো। কিন্তু আওয়ামিলীগের এই ঘৃণ্য ইতিহাস ফ্যাসীবাদি কৌশলে জনগণের থেকে দূরে রাখা হয়েছিল। তাই আমরা আজকের এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদেরকে আওয়ামিলীগের সেই ফ্যাসীবাদী সময়ের ঘৃণ্য কর্মকাণ্ডগুলো তুলে ধরার চেষ্টা করেছি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩