বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০ জকসুর জন্য ৫ সদস্যদের নির্বাচন কমিশন গঠন চেহারার মিল থাকায় ‘মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে’ ধর্ষণের অভিযোগ মুরাদনগরে প্রতিবন্ধী শিশুর ওপর ধর্ষণের অভিযোগ মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভোলাহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বিভাগের সেরা ২০০ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান জবি ছাত্রশিবিরের জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. শামসুল আলম, সম্পাদক অধ্যাপক জামাল উদ্দীন ‘ইতিহাসের কালো অধ্যায় ২৮ অক্টোবর’ উপলক্ষে জাবি শিবিরের প্রমাণ্যচিত্র প্রদর্শনী জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন মোংলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ ইতিহাসের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু কালাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ র‍্যালি চৌদ্দগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন

সানজানা তালুকদার, কু্বি প্রতিনিধি:

গতবছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর আসা হত্যার হুমকি, জখম, নির্যাতন-নিপীড়ন, ধর্ষণের হুমকি ইত্যাদির সাথে জড়িতদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রক্টর বরাবর তথ্য প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার হুমকি, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধা, ধর্ষণের হুমকিদাতা ও উস্কানিদাতা হিসেবে জড়িতদের বিষয়ে তথ্য প্রদানে আগ্রহীদেরকে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।

এর আগে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলার সাথে জড়িতদের শনাক্ত করতে গত ২৮ এপ্রিল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম এবং অন্য দুই শিক্ষক হলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মু. আলী মুর্শেদ কাজেম এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, আমরা কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। এ পর্যন্ত চারটা মিটিং করেছি আমরা। সবাই মুখে বলে, কিন্তু লিখিত কেউ কিছু দেয় না। এজন্য এখন লিখিত চাওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমাদের জন্য আরো সহজ হবে।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, কমিটি আগে গঠিত হলেও কেউ অভিযোগ করে নাই। অভিযোগ ছাড়া তো আর কিছু করা যাচ্ছে। এজন্য এখন আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩