বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিপিজেএফ মাদারীপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসককে মাদারীপুরে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক নবনিযুক্ত হিসেবে দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে জেলা উন্নয়নের গতি আরও বাড়বে।”
শেষে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩