মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা সেবা জবিতে আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এর যাত্রা শুরু জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান জয়পুরহাটে জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জুডোর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা শুরু হচ্ছে আজ কুবিতে মঞ্চস্থ হলো ‘মুখ ও মুখোশ’ বাউফলে ভূমিহীনদের জমি দখলের চেষ্টা প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ের উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও ইসলামাবাদ সুনামগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান আটক চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে কিশোর জয়ের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার গণধোলাই দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ মেট্রোরেল দুর্ঘটনায় প্রাণহানি চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসী পাঁচবিবি জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

জবিতে আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এর যাত্রা শুরু

মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে অনুপ্রেরণামূলক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম টেডএক্স-এর লাইসেন্সপ্রাপ্ত স্থানীয় সংস্করণ টেডএক্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় – এর আনুষ্ঠানিক যাত্রা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জবির শান্ত চত্ত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ আয়োজকদে পক্ষ থেকে জানানো জানানো হয় আগামী ১৩ নভেম্বর কালচারাল সেন্টারে জবিতে টেডএক্স এর যাত্রা শুরু হবে।

শুরুতে টেড এক্স এর লক্ষ্য ও সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে তথ্য উপস্থাপন পর্বে আয়োজকরা জানান, বিশ্বজুড়ে জ্ঞান, উদ্ভাবন ও অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই টেড প্রতিষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও কানাডায়। নন-প্রফিট এই আন্তর্জাতিক সংগঠনের মূল দর্শন ছড়িয়ে দেওয়াই লক্ষ্য । যারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় অঙ্গনেও উদ্ভাবনী চিন্তা, নেতৃত্ব ও সমাজ পরিবর্তনের ভাবনা বিনিময়ের একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে টেডএক্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫ এর যাত্রা শুরু হচ্ছে।

টিকিট বিক্রি প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ তারিখ (মঙ্গলবার) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুথের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে: প্রিমিয়াম ১,১৯০ টাকা এবং রেগুলার ৭৯০ টাকা। অংশগ্রহণকারীরা টিকিটের সঙ্গে পাবেন ইভেন্ট কিট, সার্টিফিকেট, প্রিমিয়াম ব্যাজ, স্ন্যাক্স ও লাঞ্চ সুবিধা।

টেডএক্স এর আন্তর্জাতিক গাইডলাইন মেনে ইভেন্ট আয়োজন করতে হয়, তাই ইভেন্টের মান বজায় রাখতেই ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

আয়োজকদের দেওয়া তথ্যমতে, এবারের ইভেন্টে ১২ থেকে ১৪ জন খ্যাতনামা বক্তা অংশ নেবেন, যারা প্রযুক্তি, সমাজ, সংস্কৃতি, গবেষণা ও উদ্যোক্তা উদ্যোগসহ নানা বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করবেন। ইভেন্টের অতিথি বক্তাদের তালিকা, সময়সূচি ও অন্যান্য আপডেট ধীরে ধীরে প্রকাশ করা হবে টেড এক্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

জবি টেড এক্স এর আয়োজক বাইজিদ সরকার বলেন,“এটি একটি আন্তর্জাতিক অলাভজনক সংগঠন, যা বিশ্বজুড়ে অনুপ্রেরণাদায়ী চিন্তা ছড়িয়ে দেওয়ার কাজ করে। সেই ভাবনা থেকেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টেড এক্স আয়োজন করছি। এটি শুধু একটি ইভেন্ট নয়, বরং তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বিকাশের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩