সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
মোঃ আতিক উল্লাহ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোড নাসিরাবাদ এ অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে আয়োজন করে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প।
গত সোমবার ৬আগস্ট থেকে ৮ আগস্ট বুধবার ২৫ইং পর্যন্ত এবং একই ধারাবাহিকতায় ১৮ আগস্ট শনিবার থেকে ২০ আগস্ট সোমবার পর্যন্ত আয়োজিত এই দুই ক্যাম্পে প্রায় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ষষ্ঠ ধাপের ক্যাম্পে চট্টগ্রাম সহ অনন্য বিভাগের উপজেলা থেকে ছুটে আসেন রোগীরা এবং সপ্তম ধাপে র ক্যাম্পে অংশ নেন কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সকলে সেবা পেয়েছেন।
ক্যাম্পটির আয়োজন করেন লায়ন আই হসপিটাল এর উদ্যোগে জ্যাকো ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায়।।ফ্রি চক্ষু ছানি অপারেশনের ষষ্ঠ ধাপে ৬০ জন ও সপ্তম ধাপে ৮০ জনের চক্ষু ছানি অপারেশন এর নির্বাচিত রোগীদের অপারেশন সম্পন্ন হয়েছে ।এতে লায়ন আই চক্ষু হাসপাতালের সহযোগিতায় একটি মেডিকেল টিম ও আল মুসাইদাহ ফাউন্ডেশন ছয় সদস্য র একটি টিম এর কাজ করে।
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই সেবা কার্যক্রম, যেখানে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত টিম প্রাথমিকভাবে চক্ষু রোগ নির্ণয়, ফ্রি চিকিৎসা, চশমা প্রধান এবং ছানি রোগীদের বাছাই করেন। পরবর্তীতে নির্বাচিত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন, ওষুধ ও সানগ্লাস সরবরাহ করা হয়েছে।
কুতুবদিয়া থেকে লায়ন্স আই চ্যারেটিবল চক্ষু হসপাতালে চোখের ছানি অপারেশন করাতে আসা রোগীরা বলেন বলেন, এই কার্যক্রমটি নিঃসন্দেহে একটি মহৎ। মানবসেবা সবচেয়ে বড় ধর্ম। এ ধর্মটা সবাই পালন করতে পারেন না। আল মুসাইদাহ ফাউন্ডেশন আমাদের কে এই সেবাটা পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই হাসপাতালের ডাক্তারসহ অন্যান্যদের ব্যবহার খুবই চমৎকার। তারা রোগীদের বাবা-চাচা-ভাইয়ের মতো করে সেবা যত্ন করেন। তাদের ব্যবহার অতুলনীয়। যেন সবাই তাদের আপনজন।এছাড়াও চট্টগ্রাম বিভিন্ন উপজেলা থেকে চোখের ছানি অপারেশন করতে আসা রোগীরা বলেন, তারা আগে চোখে ঝাপসা দেখতো। টাকার জন্য চিকিৎসা করাতে পারিনি। বিভিন্ন জনের কাছে খবর পেয়ে ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা করাতে যাই। পরে তারা চোখ পরীক্ষা করে অপারেশনের জন্য নিয়ে আসে। আমাদের কোনো খরচ হয়নি। এখন আবার আমরা ঠিকভাবে দেখতে পারবো।
আল মুসাইদাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাসান বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের কার্যক্রম চলমান আছে। চট্টগ্রামে বিনামূল্যে এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ২৫ সালের মধ্যে আমাদের আমাদের সাতটা ক্যাম্পিং সম্পন্ন হয়েছে। ধারাবাহিক ভাবে ক্যাম্প গুলো চলমান থাকবে । এখন পর্যন্ত আমাদের সাতটি ক্যাম্পের মাধ্যমে প্রায় ছয়শত জনের বেশি রোগীর চোখ বিনামূল্যে অপারেশন করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩