রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পাঁচবিবি জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী এক নারী নিহত কোম্পানীগঞ্জে ১,৮৩০ বোতল ভারতীয় মদ আটক ষষ্ঠ ও সপ্তম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র, দাফন সম্পন্ন আলোচিত সংবাদ প্রসঙ্গে কুবি উপাচার্যের বিবৃতি নাসির নগরে র‍‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ জন ভাসানী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘বাঁধন’ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দৈনিক স্টার লাইন পত্রিকা অফিস পরিদর্শন করলেন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম ‎বরিশালে খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছো বাঘ চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন সভাপতি সৌরভ, সম্পাদক রলিন স্বামী কর্তৃক স্ত্রীকে অন্য মানুষ দিয়ে ৩দিন ধরে ধর্ষণ কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে চৌদ্দগ্রামে সমাবেশ শাহজাদপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা টেকসই শিল্প ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের যাত্রা শুরু রুহিয়ায় ​ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটির পথসভার বিরুদ্ধে সংবাদ সম্মেলন খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ট্যুর: মাঠ পর্যায়ে শিক্ষা ও অভিজ্ঞতা রাজাপুরে বাস চাপায় বিএনপি নেতা নিহত চৌদ্দগ্রামে রং মিস্ত্রী আবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র, দাফন সম্পন্ন

মো: মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার তার নিজ বাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা, যেখানে অংশ নেন হাজারো মানুষ। এলাকাবাসীর মতে, এটি রাজাপুরের ইতিহাসে অনুষ্ঠিত সবচেয়ে বড় জানাজাগুলোর একটি।

জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, গোলাম আজম সৈকত, ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বরিশালে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতে দ্বিতীয় জানাজা হয় ঝালকাঠি এন.এস. কামিল মাদ্রাসা (নেছারাবাদ) মাঠে।

উল্লেখ্য, শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাজাপুর–ভাণ্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে নাসিম আকন ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নাসিম উদ্দিন আকন রাজাপুর বিএনপির রাজনীতিতে সাহসী, কর্মীবান্ধব ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, “এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে।”

বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩