রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
জয় চন্দ্র শীল, বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীর রূপাতলী বটতলা এলাকায় খাবারের সন্ধানে পুকুরপাড়ে এসে জালে আটকা পড়ে স্থানীয়দের হাতে বন্দী হয় একটি “মেছো বাঘ”
গত বৃহস্পতিবার ২৩শে অক্টোবর সকালে রূপাতলী বটতলা এলাকায় স্থানীয়রা প্রাণিটিকে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেয় বলে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা জজ তালুকদার।
জজ তালুকদার বলেন, বন-জঙ্গল ও ধানক্ষেত না থাকায় খাবার সংকটে পড়ে মেছো বাঘ’টি। তাই খাবারের সন্ধানে বটতলা এলাকার একটি পুকুরে পাড়ে এসে আটকে পড়ে যায়। তখন স্থানীয়রা প্রাণিটিকে আটকে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। এতে মেছো বাঘ’টি অনেক হিংস্র হয়ে উঠে। মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও লাইলনের রশিতে প্রাণিটির পা কেটে গিয়েছে।
খবর পেয়ে সেখান থেকে ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিম মেছো বাঘ’টি কে উদ্ধার করেন। পরে ভেটেনারি সার্জনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে বলে জানান তারা।
বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ এর কর্মকর্তা মোঃ আরিফুর রহমান বলেন, “মেছো বাঘ’টি আমাদের হেফাজতে রয়েছে। চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সুস্থ হলে বাঘটিকে আমরা বনে অবমুক্ত করে দিবো।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩