রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত হয়েছে, আহত একজন। নিহত চালকের নাম জিহাদ(১৯), সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবদুল হকের সন্তান।
ঘটনাটি ঘটেছে (২৫ অক্টোবর) শনিবার দুপুরে আটগ্রাম-শরিফপুর আঞ্চলিক সড়কে বাতিসা ইউনিয়নের পাটানন্দী নামক স্থানে।
ঘটনার সময় সাথে থাকা পরিবেশক কোম্পানির প্রতিনিধি আহত সিয়াম বলেন, সড়কের ওই স্থান দিয়ে যাওয়ার সময় উঁচুনিচু থাকায় হঠাৎ মিশুকটি উল্টে যায়। এসময় আমি ছিঁটকে পড়ি পাশের জমিতে, জিহাদ মিশুকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। চিৎকার শুনে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন,’আশঙ্কাজনক অবস্থায় তাকে এখানে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার আগেই মিশুক চালক জিহাদ মারা যায়।’
থানার এসআই লিটন জানান, ‘দুর্ঘটনায় নিহত মিশুক চালকের পরিবার ময়নাতদন্ত না করে লাশ নেওয়ার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩