শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
মো: খোরশেদ আলম, নাগেশ্বরী প্রতিনিধি:
টগরাইহাট সংলগ্ন কদমেরতল এলাকার আশেপাশের ২৪ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় এক কিশোরের জীবনের চূড়ান্ত পরিণতির স্থান। রংপুরগামী রমনা ট্রেনের নিষ্ঠুর চাকায় পি*ষ্ট হয়ে প্রাণ হারিয়েছে মাত্র ১৫ বসন্তের তরুণ মাসুদ রানা। এই মৃ*ত্যু শোকের ছায়া নামিয়েছে চাকিরপাশা ইউনিয়নের পীরমামুদ গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে মাসুদ রানা টগরাইহাট সংলগ্ন কদমেরতলে । স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে দেখেন, রেললাইনের উপরই ঝাঁ*জ*রা দেহ পড়ে আছে কিশোরের।
নি*হ*ত মাসুদ রানা (১৫) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের পীরমামুদ গ্রামের মোনাইমখান মোন্নাফ বসুনিয়ার ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও প্রতিবেশীদের কাছে সে অত্যন্ত মেধাবী ও স্বল্পভাষী একজন কিশোর হিসেবে পরিচিত ছিল।
মাসুদের আকস্মিক মৃ*ত্যু*তে তার পরিবারে নেমে এসেছে চরম শোকের ছায়া। বাবা মোনাইমখান মোন্নাফ বসুনিয়া পরিবারের সকলের মতো তিনিও এই ম*র্মা*ন্তি*ক দু*র্ঘট*নায় ভেঙে পড়েছেন।
মাসুদ রানার এই অকাল মৃ*ত্যু তার পরিবার এবং গোটা গ্রামকে কাঁদিয়েছে। একটি সম্ভাবনাময় জীবনের এমন নির্মম পরিণতি সকলের মনে এক গভীর বেদনার ছাপ রেখে গেল।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩