শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে রং মিস্ত্রী আবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন রামপালে সেনা অভিযানে ইয়াবা-গাঁজা-হেরোইনসহ যুবক আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএনজির ধাক্কায় আহত শিক্ষার্থী, চালককে জরিমানা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পবিপ্রবিতে বাঁধন’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইসকন নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শিল্পকলায় আসছে জবি নাট্যকলা বিভাগের ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’ কুবিতে জুনিয়র কর্তৃক সিনিয়র হেনস্তার অভিযোগ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে সওজ কর্মচারীদের স্মারকলিপি প্রদান মুন্সিগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি বাউফলে ড. মাসুদের গণসংযোগ নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

৭ দফা দাবিতে কুড়িগ্রামে সওজ কর্মচারীদের স্মারকলিপি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মচারীদের ৭ দফা দাবিতে প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসন এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবিতে কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা বরাবর স্মারকলিপি প্রদান করেন কর্মচারীরা।

এর আগে গত ৯ অক্টোবর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে ৭ দিন এক ঘন্টা করে কর্মবিরতি ও গত ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ও ২৩ অক্টোবর অফিস প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীরা।

এ সময় বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সজিব মিয়া সহ সড়ক ও জনপদ অধিদপ্তরের অনান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৭ দফা দাবিগুলো হলো- (১) ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে দ্রুত সময় পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে। (২) সওজ এর সকল মাস্টাররোল কর্মচারীদের ৩২১১১০৪ আনুষাঙ্গিক প্রতিষ্ঠান কোড থেকে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে। (৩) সওজ এর সকল মাস্টারের কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক অবিলম্বে রাজস্ব খাতে অনায়ন করতে হবে। (৪) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণসহ পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৫) সওজ এর কর্মরত মাস্টাররোল কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০-২৫ এর অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে। (৬) সওজ সকল কর্মচারীর পদে সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব প্রেরণ করতে হবে। (৭) সওজ ও অধিদপ্তরে উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রকল্পের ডাটাবেজের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে।

স্মারকলিপি ঘোষিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার কথা উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩