শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
মোঃ খোরশেদ আলম, নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে ‘বউ-শাশুড়ী মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী নুনখাওয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ল্যাম্ব হাসপাতাল নাগেশ্বরী শাখার এসআরএমএনসিএইচ প্রকল্পের উদ্যোগে এবং ইউএনএফপিএ’র অর্থায়নে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মোজাম্মেল হক। এরপর দিনব্যাপী চলে বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি মোজাম্মেল হক, সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন, ল্যাম্ব এসআরএমএনসিএইচ প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আলী, জেলা ইউএনএফপিএ ফ্যাসিলিটেটর আসাদুজ্জামান সরকার, ডিএসআরএইচআরসি জাপাইগো’র ডা. সুমাশ্রী রায়, এসআরএমএনসি প্রকল্প কর্মকর্তা বাদল এক্কা, ইউএইচ অ্যান্ড এফডব্লিউসি সেকমো রঞ্জু মিয়া, শিক্ষক রিয়াজুল ইসলাম এবং নুনখাওয়া এফপিআই জহাঙ্গীর আলম প্রমুখ।
মেলায় ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় চার শতাধিক বউ ও শাশুড়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের জানানো হয়—নিজে সচেতন হয়ে মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী সেবা এবং প্রসব-পূর্ব ও পরবর্তী সেবার মান কীভাবে উন্নয়ন করা যায়। এছাড়াও সুস্থ থাকতে জরায়ুর মুখ ও প্যাথলজিক্যাল পরীক্ষা করানোর গুরুত্ব তুলে ধরা হয়। কিশোরীদের জন্য ফিস্টুলা বিষয়েও বিশেষ কাউন্সেলিং অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মোহাম্মদ আলী জানান, বউ-শাশুড়ী নামে অভিহিত এই বিশেষ মেলার মাধ্যমে মূলত নারীর স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে বউ ও শাশুড়ীর পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
উল্লেখ্য, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি, নো হোম ডেলিভারি বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা প্রদানের মানোন্নয়ন, মাতৃস্বাস্থ্য সেবার প্রাপ্যতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার বাড়ানো এবং কিশোর-কিশোরীদের উপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩