শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগরে সীরাতুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ শে অক্টোবর) নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদযালয় মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু করে অনুষ্ঠান চলে মাগরিব পর্যন্ত।
উপজেলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মেরাজুল হক মাযহারীর সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান। প্রধান অতিথি তার তাঁর আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে সমাজে শান্তি, ন্যায়, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ব স্থাপনের আহ্বান জানান।
প্রধান আলোচক ছিলেন শায়েস্তাগঞ্জ মাদ্রাসায়ে নুরে মদিনার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী। তিনি রাসূলুল্লাহ (সা.)এর জীবনাদর্শ, সমাজ সংস্কার ও মানবতার দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে আলোচনা করেন,আল্লামা শায়েখ সাইদুর রহমান পীর সাহেব বরুণা,সাভার মারকাযুত তারবিয়যাহর প্রতিষ্ঠাতা -মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,ঢাকা বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বাসেত খান,ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর জামিয়া আশরাফীয়া’র মুহতামিম মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফসহ দেশবরেণ্য উলামায়ে কেরামগন। আলোচকবৃন্দ বলেন,রাসূল (সা.) এর জীবনের প্রতিটি দিক আমাদের জন্য অনুসরণীয়। মুসলমানদের সত্য, ন্যায়পরায়ণতা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে চলতে হবে। বর্তমান সমাজে অন্যায়, অবিচার ও অনৈতিকতা থেকে মুক্তি পেতে হলে সবাইকে নবীজির সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩