বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই শ্লোগান নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আমতলীতে রযালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য রযালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর সভাপত্বি অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. রাসেল, ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. সোয়েবুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, পৌর বিএনপির সম্পাদক মো. জালাল আহম্মেদ খান, এনসিপির উপজেলা সভাপতি মো. বায়েজিদ ইসলাম প্রমুখ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩