বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা, তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে মুন্সিগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মাথায় পিটুনিতে যুবক নিহত কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি নিয়ে কুবিতে আয়োজন আমরা প্রভাব বিস্তারের রাজনীতিতে বিশ্বাসী নই- প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বাউফলে সচেতনতামূলক সভা ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জগন্নাথে শোক সভা জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ববিতে বোটানির ছাত্র ইমনের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা ও উত্যক্তের অভিযোগ বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় চরম আতঙ্কে এলাকাবাসী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে মা-বাবার ভূমিকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান

মুন্সিগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মাথায় পিটুনিতে যুবক নিহত

সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ সদরে দুই পক্ষের মাদক সংক্রান্ত ঝগড়া থামাতে গিয়ে মাথায় পিটুনির শিকার হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

এ ঘটনায় সন্ধ্যায় চার জনকে আসামি করে নিহতের মা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম মামলার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শান্ত (২৬) পঞ্চসার ইউনিয়নের চাম্পাতলা গ্রামের মৃত বাদশা হাওলাদারের ছেলে। তার স্ত্রীসহ এক ছেলে রাহাত (৭) ও এক মেয়ে জান্নাত (৫) রয়েছে।

মামলার এজাহারের বরাতে ওসি বলেন, মাদকসহ এলাকার বিষয় নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধ ছিলো। নিহত যুবকের ভাতিজা এক পক্ষে ছিলো। গতকাল মাগরিবের সময় চাম্পাতলা এলাকার আফজালের দোকানের সামনে দুই গ্রুপের মধ্যে বিরোধের সূত্র থেকে সংঘর্ষ বেধে যায়। এসময় ভাতিজাকে বাঁচাতে সামনে এগিয়ে যান নিহত শান্ত। আকস্মিকভাবে হকিস্টিক দিয়ে তার মাথায় আঘাত করে বিপরীত পক্ষ।

পরে ‍গুরুতর আহত অবস্থায় শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় আজ মঙ্গলবার সকাল দশটার মারা যান তিনি।
এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা হলেন- চাম্পাতলা এলাকার মাসুম, ফয়সাল, রাসেল, বাবু ও তার সহযোগীরা।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি। তিনি বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩