বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন, ডা. নুরজাহান বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসাহাক।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নবজাতক, শিশু ও প্রবীণরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। এ পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা টেকসই অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের ওপর তারা জোর দেন।
সভায় স্থানীয় স্বাস্থ্যকর্মী, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সাংবাদিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩