মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ববিতে বোটানির ছাত্র ইমনের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা ও উত্যক্তের অভিযোগ বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় চরম আতঙ্কে এলাকাবাসী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে মা-বাবার ভূমিকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান জবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণে নারী ও শিশু অধিকার ফোরাম কৃষকের স্বার্থে ৭ দফা দাবিতে এনসিপির স্মারকলিপি প্রদান জোবায়েদ হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিবছরের মতো দীপাবলি ও দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসবের আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানমালায় ছিল, সন্ধ্যা সাতটার দিকে শ্যামা সংগীত, পরে আটটার দিকে দীপাবলির মাহাত্ম্য আলোচনা, নয়টার দিকে দামোদর আরতি ও প্রদীপ প্রদীপ এবং রাত দশটার দিকে শ্যামা পূজা শুরু হয়। এরমধ্যে দীপাবলি ও দামোদর উৎসবের আয়োজনে ছিল পূজা উদযাপন পরিষদ এবং শ্যামা পূজার আয়োজক হিসেবে রয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ।

এই আয়োজন নিয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তর রায় বলেন, আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীপাবলির সঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কালীপূজা। যা আমাদের ক্যাম্পাসের ইতিহাসে এক নতুন অধ্যায়। এই আয়োজন শুধু ধর্মীয় নয়, বরং ভক্তি, আলো ও ঐক্যের প্রতীক। প্রথমবার মা কালী আরাধনার দৃশ্য দেখে আসলেই মন আনন্দে ভরে গেছে। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের নয়, মানবতা ও সহাবস্থানেরও এক উজ্জ্বল স্থান।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস বলেন, প্রতি বছরের মতো এ বছরও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দীপাবলি ও দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা নিজেদের মন ও সমাজকে আলোকিত করার বার্তা গ্রহণ করেছি। এই আলো যেন অন্ধকার দূর করে আমাদের জীবনে শুভতা, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়—এই কামনাই করি।

শ্যামা পূজা আহ্বায়ক কমিটি ২০২৫ এর সদস্য সচিব অমি দেব বলেন, মা শ্যামা, যিনি শক্তি, ন্যায় ও জ্ঞানের প্রতীক, তাঁর পূজার মধ্য দিয়ে আমরা যেন পাই অন্ধকারের ভেতর থেকে আলোর পথে চলার অনুপ্রেরণা। এই পূজা আমাদের দেয় আত্মার শক্তি, সহমর্মিতা ও শুভবুদ্ধির প্রেরণা।

শ্যামা পূজা আহ্বায়ক কমিটি এর আহ্বায়ক আকাশ পাল বলেন, আমাদের প্রিয় ক্যাম্পাসে প্রথমবারের মতো শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এটি কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, বরং সৌহার্দ্য, সম্প্রীতি ও সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ। মা কালীর আরাধনার মাধ্যমে আমরা অন্ধকারের মধ্য থেকে আলোর পথে এগিয়ে চলার প্রেরণা পাই। বিশ্ববিদ্যালয় যেমন জ্ঞানের আলো ছড়িয়ে দেয়, তেমনি শ্যামা পূজার এই আয়োজন আমাদের অন্তরের অজ্ঞান ও অন্ধকার দূর করার আহ্বান জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩