সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জোবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বের করা হয় এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল। মিছিলটি কলেজ রোড ও প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরবর্তীতে কলেজ প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জোবায়েদ হোসেনের নৃশংস হত্যার তীব্র নিন্দা জানিয়ে দাবি তোলেন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির। তারা এই মর্মান্তিক ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান, ছাত্রনেতা মিজান, কলেজ শাখার সভাপতি মোঃ আবু জাফর এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান প্রমুখ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩