সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারম প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের (১২ তলা) কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ ফজলুল করিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক জনাব মোঃ মাহফুজ রেজা।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রীড়া চর্চা শুধু শরীর ও মনে সতেজতা আনে না, বরং নেতৃত্ব, দলগত চেতনা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারম প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে শারীরিক শিক্ষা বিভাগ,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩