রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল সংসদ ও হল প্রশাসনের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান।
হলের পরিবেশ সংরক্ষণ, ফলজ বৃক্ষরোপণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপ-উপাচার্য (শিক্ষা) প্রভোস্ট, হল সংসদের নেতৃবৃন্দ ও আবাসিক শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাসুদ রানা বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি। পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করতে আমাদের নিয়মিত বৃক্ষরোপণ করতে হবে।”
সহ-সভাপতি (ভিপি) মারুফ হোসেন বলেন, “আমাদের প্রভোস্ট স্যারের অনুপ্রেরণায় আমরা আরও উদ্যোগী হয়েছি। স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে অনুরোধ করছি অন্তত একটি করে গাছ লাগানোর জন্য।”
হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম বলেন, “জাকসু নির্বাচনের পর আমাদের হলে এটি প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, বরং এর যত্ন নেওয়াও। যদি প্রতিটি শিক্ষার্থী একটি করে ফলের গাছ লাগায়, তবে একদিন হলে সেই গাছের ফল শিক্ষার্থীরাই খেতে পারবে। আমরা চেষ্টা করব প্রতি মাসে গাছ লাগানোর, এবং সেই সঙ্গে গাছের পরিচর্যার কাজ চালিয়ে যাব।”
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান বলেন, “উদ্ভিদ আমাদের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন সরবরাহ করে, যা পৃথিবীতে আমাদের অস্তিত্বের ভিত্তি। এছাড়া, ফলজ গাছ রোপণের মাধ্যমে আমরা শুধু হলের ভেতরে ও আশেপাশে প্রকৃতির ভারসাম্য রক্ষা করছি না, বরং পশুপাখি এবং মানুষের খাদ্যের চাহিদা মেটাতেও সহায়তা করছি।
আমরা প্রত্যেকে যদি অন্তত একটি করে বৃক্ষ রোপণ করি, তবে তা পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩