রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি: নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসবে শিকারিদের হতাশা উৎসবমুখর পরিবেশে কুয়েট ক্লাব-২০২৫ ফেয়ার সম্পন্ন কুবিতে বিএসএসসিআর’র সম্মেলন: ৫ দেশের ১৭০ গবেষকের অংশগ্রহণ জাবির শহীদ সালাম বরকত হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৯ বছর পর জমির দখলে প্রকৃত মালিক সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০” বাঘাইছড়ি ইউনিটের পক্ষ থেকে শফিউল আজমকে সংবর্ধনা প্রদান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার চৌদ্দগ্রামে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে চকলেট বাজি নিক্ষেপ করে রংমিস্ত্রীর কে হত্যা, দুই নারী আটক শিবগঞ্জে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় হিন্দু যুবকের ফাঁসির দাবিতে কুবিতে মানববন্ধন

জাবির শহীদ সালাম বরকত হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল সংসদ ও হল প্রশাসনের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান।

হলের পরিবেশ সংরক্ষণ, ফলজ বৃক্ষরোপণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপ-উপাচার্য (শিক্ষা) প্রভোস্ট, হল সংসদের নেতৃবৃন্দ ও আবাসিক শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাসুদ রানা বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি। পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করতে আমাদের নিয়মিত বৃক্ষরোপণ করতে হবে।”

সহ-সভাপতি (ভিপি) মারুফ হোসেন বলেন, “আমাদের প্রভোস্ট স্যারের অনুপ্রেরণায় আমরা আরও উদ্যোগী হয়েছি। স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে অনুরোধ করছি অন্তত একটি করে গাছ লাগানোর জন্য।”

হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম বলেন, “জাকসু নির্বাচনের পর আমাদের হলে এটি প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, বরং এর যত্ন নেওয়াও। যদি প্রতিটি শিক্ষার্থী একটি করে ফলের গাছ লাগায়, তবে একদিন হলে সেই গাছের ফল শিক্ষার্থীরাই খেতে পারবে। আমরা চেষ্টা করব প্রতি মাসে গাছ লাগানোর, এবং সেই সঙ্গে গাছের পরিচর্যার কাজ চালিয়ে যাব।”

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান বলেন, “উদ্ভিদ আমাদের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন সরবরাহ করে, যা পৃথিবীতে আমাদের অস্তিত্বের ভিত্তি। এছাড়া, ফলজ গাছ রোপণের মাধ্যমে আমরা শুধু হলের ভেতরে ও আশেপাশে প্রকৃতির ভারসাম্য রক্ষা করছি না, বরং পশুপাখি এবং মানুষের খাদ্যের চাহিদা মেটাতেও সহায়তা করছি।

আমরা প্রত্যেকে যদি অন্তত একটি করে বৃক্ষ রোপণ করি, তবে তা পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩