বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (২০২০ইং-২০২৫ সাল পর্যন্ত) ২২ জন প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণভাবে বিদায়ী সংবর্ধনা দিলেন বর্তমান শিক্ষকবৃন্দ।
এ উপলক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মোটর সাইকেল শোভা যাত্রার মাধ্যমে অবসর প্রাপ্ত ২২ জন শিক্ষককে জেলা শহরের খলিলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নিয়ে আসা হয়। সেখানে ফুলেল শুভেচছা জানিয়ে তাঁদের গ্রহন করেন বর্তমান শিক্ষকরা।
অনুষ্ঠানটির আয়োজন করে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
পরে সেখানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগীয় উপপরিচালক মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম মন্ডল, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, পিটিআই সুপারিনটেডেন্ট মোঃ জয়নুল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন. এম শরীফুল ইসলাম খন্দকার। সঞ্চালনা করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কানিজ আখতার।
এতে অবসর প্রাপ্ত ২২ জন শিক্ষককে একটি করে জায়নামাজ, একটি করে বই ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩