বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

খুবি প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তাকারী সংগঠন ‘খুবি ক্যারিয়ার ক্লাব’ সফলভাবে ছয় বছর পূর্ণ করে সপ্তম বর্ষে পদার্পণ করেছে।

এ উপলক্ষে আজ (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত মিলনমেলা অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ২০১৮ সালে যাত্রা শুরু করা সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত জীবনের জন্য প্রস্তুত করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।

সংগঠনটির সভাপতি আহমেদ আল ফয়সাল বলেন,“ গত ছয় বছরে আমরা শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবে রূপান্তরে সহায়তা করেছি। আমাদের লক্ষ্য আরও বেশি শিক্ষার্থীকে তাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ারে পৌঁছে দেওয়া।”

জানা গেছে, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে পেশাগত দক্ষতার সমন্বয় ঘটিয়ে আধুনিক চাকরির বাজারের জন্য যোগ্য করে তোলাই ক্লাবটির মূল উদ্দেশ্য। এ লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি তথ্যপ্রযুক্তি, গভর্নেন্স, স্কলার এবং ভাষা চারটি প্রধান সেগমেন্টে নিজেদের কার্যক্রম পরিচালনা করে।

বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের জন্য সফল আয়োজন করেছে। এর মধ্যে ‘মাইন্ড দ্য হ্যাক’ নামক সামাজিক কেস প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়েছে। ‘হায়ার এডুকেশন অ্যাব্রড সিরিজ’ বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে বলে জানা গেছে।

এছাড়া, পাবলিক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের বক্তৃতা ও উপস্থাপনায় পারদর্শী করে তুলছে এবং মাস্টারিং বিসিএস প্রোগ্রামের মাধ্যমে বিসিএস পরীক্ষার্থীদের লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ দিয়েছে সংগঠনটি। বিভিন্ন খাতের পেশাদারদের নিয়ে আয়োজিত ‘ক্যারিয়ার টক সিরিজ’ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩