মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় উদ্বোধন করা হয়েছে ‘পর্দা কর্নার’। পর্দানশীল নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এই বিশেষ কর্নার উদ্বোধন করা হয় আজ মঙ্গলবার সকালে।
সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ‘পর্দা কর্নার’-এর উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইন অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী প্রক্টর আব্দুর রহমান সহ বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি জানান, নারী শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বিবেচনা করেই টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্য পর্দা কর্ণার ও খাবার নেওয়ার স্থানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা লাইন এবং মাঝখানে ডিভাইডার বসানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান দেখানো একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য। ‘পর্দা কর্নার’ নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান ও সহমর্মিতার মানবিক উদাহরণ।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,
“আমাদের বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয় এটি নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের অঙ্গন। ইসলামে নারীর মর্যাদা সর্বোচ্চ। পর্দানশীল নারী শিক্ষার্থীরা এখন নিশ্চিন্তে ও নিরাপদ পরিবেশে খাবার গ্রহণ করতে পারবে। এটি ধর্মীয় চেতনা ও আধুনিক শিক্ষার সেতুবন্ধন।”
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর এই মানবিক উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩