সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেডিক্যাল সেন্টারের চিকিৎসা সেবা কার্যক্রম রাত আটটা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চিকিৎসক সেবা নিতে পারবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের প্রধান ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত রবিবার (১২ অক্টোবর) থেকে এই বর্ধিত সময় কার্যকর করা হয়েছে। এছাড়াও মেডিক্যাল সেন্টারে অতিরিক্ত দুই জন মেডিক্যাল সহকারী নিয়োগ দেয়া হয়েছে, যারা প্রাথমিক চিকিৎসা প্রদানে সক্ষম।’
উল্লেখ্য, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালনা করা হতো।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩