সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গবাদিপশুর অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাব, রোগটির বিস্তাররোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি সহ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর} নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ এলাকায় এসব কর্মসূচি পরিচালনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিদুল ইসলাম সহ অনান্যরা৷
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত জুনোটিক রোগ, যা গবাদিপশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এর প্রেক্ষিতে জনসচেতনতামুলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অসুস্থ পশু জবাই না করা, মৃত পশুকে খোলা স্থানে বা পানিতে না ফেলে গভীর ভাবে মাটি চাপা দেওয়া এবং যেকোনো পশুজনিত অসুস্থতার ক্ষেত্রে দ্রুত নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল বা প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগের আহবান জানান এ কর্মকর্তা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩