মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০২৫ পালিত হয়েছে।
শুক্রবার জেলা প্রাণিসম্পাদ দপ্তরের আয়োজনে এ উপলক্ষে একটি রযালী কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এর উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, কুড়িগ্রাম সদর পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী লিটু, কুড়িগ্রাম সদর ডেইরি এসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নয়ন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ সুজন চন্দ্র বর্মন।
এতে শতাধিক পোল্ট্রি খামারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন৷
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩