বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত এনসিপি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিসিএস পরিক্ষার্থীদের জন্য পরিবহন সেবার ঘোষণা ববি প্রশাসনের

৮ অক্টোবর (বুধবার ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে পরিবহন পুলের দুটি বাস শর্তসাপেক্ষে বরিশাল-ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে—

১. আগ্রহী প্রার্থীদের ৭ অক্টোবর দুপুর ২টা থেকে ৮ অক্টোবর দুপুর ৩টার মধ্যে পরিবহন পুলে গিয়ে অফেরতযোগ্য ১০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করে টোকেন সংগ্রহ করতে হবে।

২. রেজিস্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিসিএস পরীক্ষার প্রবেশপত্র এবং সার্বক্ষণিক সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।

৩. প্রত্যেক বাসের সামনের দুটি সারির মোট ১০টি আসন নারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে কাঙ্ক্ষিত সংখ্যক নারী শিক্ষার্থী না পাওয়া গেলে আসনগুলো প্রাপ্যতার ভিত্তিতে বণ্টন করা হবে।

৪. রেজিস্ট্রেশন টোকেনে ক্রমিক নম্বর দেওয়া থাকবে এবং সে অনুযায়ী আসন বণ্টন করা হবে।

৫. শিক্ষার্থীদের টোকেন সংরক্ষণ ও সঙ্গে রাখতে হবে; টোকেন কোনোভাবেই ফেরত বা বিনিময়যোগ্য নয়।

৬. বাস ছাড়ার ২০ মিনিট আগে নির্ধারিত স্থানে রিপোর্ট করতে হবে।

৭. বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনে শর্তাবলি সংযোজন, বিয়োজন বা পরিমার্জনের ক্ষমতা রাখে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুটি বাস আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্দেশ্যে রওনা দেবে এবং শুক্রবার দুপুর ৩টায় কার্জন হল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ফিরে আসবে।

এই উদ্যোগের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে চায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩