বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

বিসিএস পরিক্ষার্থীদের জন্য পরিবহন সেবার ঘোষণা ববি প্রশাসনের

৮ অক্টোবর (বুধবার ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে পরিবহন পুলের দুটি বাস শর্তসাপেক্ষে বরিশাল-ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে—

১. আগ্রহী প্রার্থীদের ৭ অক্টোবর দুপুর ২টা থেকে ৮ অক্টোবর দুপুর ৩টার মধ্যে পরিবহন পুলে গিয়ে অফেরতযোগ্য ১০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করে টোকেন সংগ্রহ করতে হবে।

২. রেজিস্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিসিএস পরীক্ষার প্রবেশপত্র এবং সার্বক্ষণিক সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।

৩. প্রত্যেক বাসের সামনের দুটি সারির মোট ১০টি আসন নারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে কাঙ্ক্ষিত সংখ্যক নারী শিক্ষার্থী না পাওয়া গেলে আসনগুলো প্রাপ্যতার ভিত্তিতে বণ্টন করা হবে।

৪. রেজিস্ট্রেশন টোকেনে ক্রমিক নম্বর দেওয়া থাকবে এবং সে অনুযায়ী আসন বণ্টন করা হবে।

৫. শিক্ষার্থীদের টোকেন সংরক্ষণ ও সঙ্গে রাখতে হবে; টোকেন কোনোভাবেই ফেরত বা বিনিময়যোগ্য নয়।

৬. বাস ছাড়ার ২০ মিনিট আগে নির্ধারিত স্থানে রিপোর্ট করতে হবে।

৭. বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনে শর্তাবলি সংযোজন, বিয়োজন বা পরিমার্জনের ক্ষমতা রাখে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুটি বাস আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্দেশ্যে রওনা দেবে এবং শুক্রবার দুপুর ৩টায় কার্জন হল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ফিরে আসবে।

এই উদ্যোগের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে চায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩