বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গ্লোবাল ক্যারিয়ারের পথে শিক্ষার্থীদের এগিয়ে নিতে চলছে “অ্যাডভান্সড আইইএলটিএস কোর্স”, যেখানে শিক্ষার্থীরা পাচ্ছেন ৭৫% পর্যন্ত স্কলারশিপের সুযোগ।
এই উদ্যোগের আয়োজক রোটার্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যৌথভাবে সহযোগিতায় রয়েছে রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা এবং এফআরএস গ্লোবাল নেটওয়ার্ক।
কোর্সটি পরিচালনা করছেন British Council Certified Expert Trainer, যিনি আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের চারটি মডিউল—লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং—এ দক্ষতা উন্নয়নের সুযোগ দিচ্ছেন। এছাড়াও রয়েছে নিয়মিত প্র্যাকটিস সেশন, মক টেস্ট, এবং ব্যক্তিগত গাইডলাইন ও সাপোর্ট সুবিধা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, গত এক বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থী এই কোর্সে অংশগ্রহণ করেছেন। তাঁদের অনেকেই ইতোমধ্যেই উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের পথে সফলভাবে এগিয়ে যাচ্ছেন।
রোটার্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সভাপতি আশিকুজ্জামান আরমান বলেন” আমরা মুলত শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্যই গত দেড় বছর যাবৎ IELTS কোর্সটি পরিচালনা করে যাচ্ছি।যার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশ এর সম্পদ হয়ে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা অর্জন করতে যাওয়ার সাফল্য অর্জন করছে। এই লক্ষ্যে আমরা অনেক শিক্ষার্থীকে ফ্রি তে IELTS কোর্স করিয়েছি। আমর আশা করছি IELTS কোর্সসহ রোটার্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আগামীতে আরো ভালো কাজ করবে।
উল্লেখ্য কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে, এবং এর পরবর্তী ব্যাচ শুরু হবে আগামী ১২ই অক্টোবর, ২০২৫ তারিখ থেকে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩