বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
সাউথ এশিয়ান সেন্টার ফর হেরিটেজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার-এর আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তরু শাহরিয়ার স্বর্গ।
তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জেনারেল এডুকেশন (GED) বিভাগে শিক্ষকতা করছেন। পাশাপাশি শিল্পী, শিক্ষক ও গবেষক তরু শাহরিয়ার স্বর্গ মুভি বাংলা টেলিভিশনের হেড অব রিসার্চ অ্যান্ড প্ল্যানিং হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ার বিষয়ে তরু শাহরিয়ার স্বর্গ বলেন,“সাউথ এশিয়ান সেন্টার ফর হেরিটেজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষককে তারা এই ফেলোশিপ প্রদান করে থাকে। এর আগে আমি নেপালের একটি ফেলোশিপ অর্জন করেছিলাম।
এই ফেলোশিপের আওতায় আমি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে গবেষণা করব। জলবায়ু পরিবর্তনের কারণে এসব সংস্কৃতির সঙ্গে যুক্ত বহু পেশাজীবী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটি সরাসরি সাংস্কৃতিক আগ্রাসনসহ নানা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।”
আমার কাজ হবে এসব বিষয় নিয়ে গবেষণা অডিটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা এবং পরবর্তী সময়ে সেগুলো সংরক্ষণ করে রাখা।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩