বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত এনসিপি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

যেমন কাটছে নজরুল বিশ্ববিদ্যালয় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দুর্গোৎসব

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। দেবী দুর্গার আগমনে রঙিন সাজে সেজেছে পূজামণ্ডপগুলো, ভক্তিময় পরিবেশে পূজার প্রতিটি আয়োজন উপভোগ করছেন সকল শ্রেণি-পেশার মানুষ। এর ব্যতিক্রম নয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও।

পূজার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ফিরেছেন নিজ নিজ গ্রামে। কেউ পরিবার-পরিজনের সঙ্গে উপভোগ করছেন পূজার আনন্দঘন মুহূর্ত, কেউবা মেতে উঠেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধুনুচি নাচ কিংবা ঠাকুর দর্শনে। পূজার উচ্ছ্বাসে মুখর শিক্ষার্থীদের মাঝে ফুটে উঠছে মিলন, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বার্তা।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী বাধন রয় বলেন, “দুর্গাপূজা এলেই মনটা অন্য রকম হয়ে যায়। ঢাকের শব্দে, আলোর ঝলকানিতে আর ভক্তির সুরে চারপাশ যেন নতুন করে বাঁচতে শেখায়। তবে এর মাঝেই এক ধরনের গভীর অনুভূতি কাজ করে—মা আসছেন কয়েক দিনের জন্য, আবার বিদায়ও নেবেন। সেই আনন্দ আর বেদনার মিশ্রণটাই দুর্গাপূজোর আসল অনুভূতি। মনে হয়, মা শুধু ঘরে আসেন না, হৃদয়ের ভেতরেও আলো জ্বেলে দিয়ে যান।”

নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের শিক্ষার্থী প্রাপ্তী আচার্য্য বলেন, “ঢাকের তালে তালে শুধু দেবী নয়, বাঙালির হৃদয়ও জাগে নতুন আশায়। পূজার আনন্দ মানেই নতুন জামা, ঘুরাঘুরি, মিষ্টি আর লাড্ডুর স্বাদে ভরপুর এক ভিন্ন অনুভূতি।”

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কৌশিক পাল বলেন, “এবারের পূজা ভীষণ আনন্দে কাটছে। ক্যাম্পাস থেকে বাড়ি ফিরে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, সকালে অঞ্জলির ভিড়, রাতে প্রতিমা দর্শন, আড্ডা আর মোটরসাইকেলে ঘোরা—সব মিলিয়ে মনে হচ্ছে এক অসাধারণ তৃপ্তি। মণ্ডপের রঙিন আলো উৎসবকে করেছে আরও বর্ণিল। দুশ্চিন্তা থাকলেও ঢাকের শব্দে সব ভুলে সবাই আনন্দে মেতে উঠছে। এই উৎসব আমাদের মিলিত হওয়ার সুযোগ তৈরি করেছে।”

শিক্ষার্থীদের এমন অনুভূতি থেকেই স্পষ্ট, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় আচার নয়; বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির মহোৎসব। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই উৎসব ছড়িয়ে দিচ্ছে মিলনের বার্তা, পারিবারিক বন্ধনকে দৃঢ় করছে এবং নব প্রজন্মকে সংস্কৃতির শিকড়ে আরও গভীরভাবে যুক্ত করছে।

সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে, শারদীয় দুর্গোৎসব হোক শান্তি, সৌহার্দ্য ও শুভ শক্তির প্রতীক—এই প্রার্থনাতেই মুখর হয়ে উঠেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩