বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) রাজশাহী জেলার বর্তমান এবং প্রাক্তন স্টুডেন্টদের নিয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী জেলার শিক্ষার্থীদের এবং অ্যালামনাইদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে।
এ অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি হিসেবে স্কাল্পচার ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসেন স্বাধীন এবং সাধারণ সম্পাদক হিসেবে ম্যাথমেটিকস ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া শাতিয়ার তুহি নির্বাচিত হয়েছেন।
২৯ শে সেপ্টেম্বর (সোমবার) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের উপদেষ্টা হিসেবে রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পূর্ববর্তী কমিটির সভাপতি সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইংরেজি ২১ চতুর্থ বর্ষের শিক্ষার্থী এস. এম. ফাতেমা আক্তার।
তাছাড়াও অ্যাসোসিয়েশনের শিক্ষক উপদেষ্টা হিসেবে আছেন স্কাল্পচার ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রওনক হাসান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩