সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবনে বিষ প্রয়োগের সময় চাঁদপাই রেঞ্জের আওতাধীন আন্ধার মানিক টহল ফাঁড়ির ফরেস্ট বনবিভাগের হাতে আটক হয়েছে বিষ প্রয়োগ করে মাছ ধরা ১ জেলে।
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আন্দারমানিক টহল ফাঁড়ি যৌথ টহল অভিযান চালায় বনবিভাগ।
টহল চলাকালীন বিকাল আনুমানিক ৫টা ৩০মিনিটের সময় আন্দারমানিক টহল ফাঁড়ির আওতাধীন মূর্তির খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ১ জন বিষ প্রয়োগকারি জেলেকে আটক করে বনবিভাগ। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে ৩ জন আসামী পালিয়ে যায়। আটককৃত জেলে আমুরবুনিয়া গ্ৰামের মোঃ জব্বার মিয়ার ছেলে মোঃ শহিদুল মিয়া।
এসময় ২ কেজি চিংড়ি মাছ, ১টি নৌকা, ৩ বোতল বিষ(রিপকড-১০০ মিলি), ১টি খালপাটা জাল উদ্ধার করা হয়।
বন বিভাগের এক কর্মকর্তা জানান, এরা দীর্ঘ দিন যাবত বিষ প্রয়োগ করে মাছ ধরে আসছিল। তারা ধ্বংস করছে সুন্দরবনের সকল মাছ ও অন্যান্য জলজ প্রাণী। বন আইনে এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াদিন রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩