মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল ইউনিয়ন নির্বাচনে ভোটগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ‘নির্বাচনী ট্রেনে’ উঠে পড়েছে।
ডাকসু নির্বাচনে আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর তিনি তাঁর ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
এ উপলক্ষে সকলকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!’
উল্লেখ্য, বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আটটি নির্ধারিত স্থানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট কার্যক্রম চলছে। ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে।
এবছর ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্রঃ বাসস
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩