রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
মুরাদনগর প্রতিনিধিঃ
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার রাতে মুরাদনগর উপজেলা সদরের প্রধান সড়কগুলোতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “ভিপি নুর দেশের তরুণ সমাজের প্রতীক, তার উপর হামলা আসলে জনগণের কণ্ঠ রোধের ষড়যন্ত্র। এ হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা কখনো সফল হবে না।”
বক্তারা আরও বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।”
এ সময় গণ অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক কর্মী উপস্থিত থেকে ভিপি নুরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা ঘোষণা দেন— গণ অধিকার পরিষদের আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করে তোলা হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩