শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১ রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ আমতলীতে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আমতলীতে উপজেলা আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সাদা পাথর লুটের দেড় থেকে দুই হাজার ব্যক্তি জড়িত: হাইকোর্টে প্রতিবেদন দাখিল পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ বিএসসি প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় খুবির ইসিই ডিসিপ্লিনের মানববন্ধন বাঘাইছড়িতে তিলোকানন্দে ৮৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও জনগনের মানববন্ধন জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক এবি পার্টির কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার আমতলীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রধান আসামির মৃত্যুদণ্ড সহযোগীর কারাদন্ড আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা

জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী

নাজমুল হাসান, মুরাদনগর প্রতিনিধিঃ

১৩ আগস্ট (বুধবার) সকাল ১১টায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার চাচাতো ভাই ওবায়দুল্লাহ এবং মুরাদনগর থানা পুলিশের মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় কুমিল্লা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রের এক আদেশে মুরাদনগর উপজেলা বিএনপির ১৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন।

জামিনে মুক্তি পাওয়ার পর বিকেল ৬টায় কুমিল্লা জেলা পরিষদের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা এক আনন্দ মিছিল বের করেন। মিছিলটিতে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত জনতা আসিফ মাহমুদের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

বিগত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে সকল নেতাকর্মী জেল খেটেছে, মামলা হামলার শিকার হয়েছে, তাদেরকেই আবার মিথ্যা মামলায় ফাঁসিয়ে মুরাদনগর উপজেলা বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।

এছাড়াও সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভুমিকায় ছিল তারা। বৈষম্য বিরোধী আন্দোলনেও প্রকাশ্যে ছাত্রদের সাথে যোগ দিয়ে আন্দোলনকে বেগবান করা, আহতদের সেবা ও তাদের পরিবারের প্রতি খোজ খবর রাখার দায়িত্ব পালন করেছেন।

সদ্য কারামুক্ত বিএনপি নেতা কর্মীরা অভিযোগ করে বলেন, মুরাদনগরের জনপ্রিয় নেতা, ৫ বারের এমপি ও মন্ত্রী কায়কোবাদের জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে তাঁর বিশ্বস্ত নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। উপদেষ্টার ছায়াতলে থেকে মুরদনগরে আওয়ামিলীগকে পূণর্বাসন করার চেষ্টা চলছে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন নেতাকর্মীদের স্বজনেরা তারা বলেন, “আমাদের নেতারা আওয়ামিলীগ আমলে যেমন জেল খেটেছে, মামলা হামলার শিকার হয়েছে, এখনো আমাদের পরিবারের উপর অত্যাচার চলেছ। দীর্ঘদিন অন্যায়ভাবে জেল খেটে আজ তারা মুক্তি পেয়েছে।

এতে প্রমাণ হলো, সত্য কখনো চাপা থাকে না। তবে আমরা হতবাক হয়েছি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে আমরা এই আদালতে জামিন আবেদন করলে আদালত কারাগারে পাঠায়। আরেকবারও জামিন নামন্জুর করে। আজ জামিনে মুক্তি দেয়।

সদ্য কারামুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা বলেন, যে মুরাদনগর থানাকে আমাদের নেতা কায়কোবাদ দাদার নির্দেশে পাহারা দিলাম, সকল পুলিশ সদস্যদের খাবারের ব্যবস্থা করলাম সেই পুলিশ আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায় আর আওয়ামী লীগের নেতা আশরাফ মেম্বার,আক্তার মেম্বার,বাদশাহ মেম্বারদের সাথে থানায় বসে আড্ডা দেয় তাদের সাথে মিশে চাঁদাবাজি করে। উপদেষ্টা আসিফ আওয়ামীলীগের পূনর্বাসন করে আমাদের বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ বলেন, আমরা ভাগ্যবান আমরা তারেক রহমানের মত কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার মত নেতা পেয়েছি। আমাদের খোঁজ নিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় ছাত্রদল সেক্রেটারীকে পাঠিয়েছেন। আমাদের জন্য কারাগারে খাবার পাঠিয়েছেন। আমাদের সার্বক্ষণিক খোঁজ রেখেছেন মুরাদনগরের মাটি ও মানুষের নেতা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। উপদেষ্টা আসিফকে উদ্দেশ্য করে সদ্যকারামুক্ত বাদশাহ বলেন, আপনারা সাহস থাকলে জনতার কাতারে আসুন। জনগণ আপনার এমপি হওয়ার খায়েশ মিটিয়ে দেবে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলার অভিযোগে এবং উপদেষ্টার চাচাতো ভাই স্থানীয় সমন্বয়ক ওবায়দুল্লার ওপর হামলার ঘটনা দেখিয়ে বিএনপির উপজেলা আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর একটি করে পুলিশ, অন্যটি দায়ের করেন আসিফ মাহমুদের চাচাত ভাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩