বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ নারী ভোটারদের নিয়ে মফিকুল হাসান তৃপ্তির প্রাণবন্ত উঠান বৈঠক পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমক কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরলাপাং হয়তো থাকবেই না আগামী মানচিত্রে- মেঘনার গর্ভে বিলীন হতে বসা এক গ্রাম অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে-আমিনুল হক হাঁস পালন করে ভাগ্য বদলাচ্ছেন তরুণ জোবায়ের হোসেন বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১ সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে শ্রমিক আহত

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ঢালাইয়ের সময় ছাদের একটি অংশ ধসে পড়েছে। এতে অন্তত ১০ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তড়িৎ উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণকাজে ব্যবহৃত রড ছিল অত্যন্ত নিম্নমানের এবং রড বাঁধার জন্য ব্যবহার করা হচ্ছিল সাধারণ পাটের দড়ি। শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেমন হেলমেট, সুরক্ষা পোশাক কিংবা অন্যান্য সুরক্ষা সরঞ্জাম কোনোটিই ছিল না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ছাদ ঢালাইয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজ চালিয়ে যাওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ চলাকালে হঠাৎ ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। স্থানীয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার কার্যক্রমে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই একটি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

একজন অভিজ্ঞ শ্রমিক বলেন, “আমি প্রায় ১০ বছর ধরে এই পেশায় কাজ করছি, কিন্তু এমন খারাপ আবহাওয়ার মধ্যে ছাদ ঢালাই করতে কখনো দেখিনি। নির্মাণকাজের মান খুবই খারাপ। বৃষ্টির মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ চালানো কেন হলো, তা বোঝা যাচ্ছে না।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে বিশ্ববিদ্যালয়ে একটি বহুমূল্য ছাত্র হল নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। শুরু থেকেই এই প্রকল্পে নির্মাণসামগ্রী ও কাজের গুণমান নিয়ে নানা অভিযোগ উঠে আসছিল। এর আগে কয়েকদিন আগেও একই প্রকল্পে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। তখনো প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩