মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ মোংলায় বিট পুলিশিং সভা চবিতে বসছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬ তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ মিছিল ও গণসংযোগ

দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু, ফিরেছে স্বস্তি

 

কুয়েট প্রতিনিধিঃ

দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এ অবশেষে আজ মঙ্গলবার (২৯ জুলাই) থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী দায়িত্ব নেওয়ার পরদিনই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন তিনি। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ফিরেছে স্বস্তি।

গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে দায়িত্ব গ্রহণের ৩ দিনের মাথায় উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরুর নির্দেশ দেন। এর আগে সকালেই কুয়েট শিক্ষক সমিতি চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের পর গত দুই দিনে শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে অগ্রসর হয়।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, “উপাচার্যের আশ্বাসে আমরা আন্দোলন কর্মসূচি আপাতত তিন সপ্তাহের জন্য স্থগিত করেছি।”

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার জেরে শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে। ওই আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে।

এরপর গত ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে শিক্ষক সমিতি ক্লাস বর্জনের ঘোষণা দেয়। অব্যাহত অস্থিরতার মধ্যে ১৯ মে খুলনা ত্যাগ করেন ড. হযরত আলী এবং ২২ মে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সবশেষ ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ২৫ জুলাই সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন উপাচার্য বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যান এবং দ্রুতই ক্লাস শুরু করার উদ্যোগ নেন। ফলে আজ থেকে দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ফিরেছে স্বস্তি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩